Connect with us
ফুটবল

এমবাপ্পের পেনাল্টিতে জয় দিয়ে লা লিগা শুরু রিয়ালের

গোল করে এমবাপ্পের উচ্ছ্বাস। ছবি- রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে কিলিয়ান এমবাপ্পের স্পট কিক থেকে গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুভসূচনা করেছে শাবি আলোনসোর দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১তম মিনিটে) হুয়ান ক্রুসের ফাউলে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জালের দেখা পেলেন।

খেলার পুরো সময়ই চালকের আসনে ছিল রিয়াল। বল দখলে ৭০ শতাংশের বেশি সময় নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ১৮টি শট, যার পাঁচটি লক্ষ্যে ছিল। তবে গোলরক্ষক সের্হিও এররেরার দুর্দান্ত সেভে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিপরীতে ওসাসুনার দুই শটের একটিও লক্ষ্যে ছিল না।



প্রথমার্ধে এদের মিলিতাও, আলভারো কারেরাস ও ভিনিসিউস জুনিয়রের শট ফিরিয়ে দেন এররেরা। তবে বিরতির পর এমবাপের গোলে স্বস্তি পায় স্বাগতিকরা।

৮৪তম মিনিটে সমতার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ওসাসুনা। আন্তে বুদেমিরের হেড গনসালো গার্সিয়ার মাথা ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতনেস।

শেষ পর্যন্ত গোলের লিড ধরে রেখে মৌসুমের প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল