
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আসন্ন এই সিরিজে খেলতে পারবেন না মেহেদি হাসান মিরাজ।
এশিয়া কাপের আগে ১৫ দিনের ছুটি নিয়েছেন মিরাজ।আগামীকাল (২০ আগস্ট) থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। আর এই কারণেই নেদারল্যান্ডস সিরিজে এই অলরাউন্ডার।
এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সময়টা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন সময়ে হুট করে মিরাজের ছুটিতে যাওয়া নিয়ে শুরুতে বেশ জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে জানা গেল মিরাজের ছুটিতে যাওয়ার কারণ।
মূলত দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ। আর এই সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এ কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। তার ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গত ৬ আগস্ট থেকে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এরপর ইংলিশ কোচ জুলিয়ান উডের সঙ্গে পাওয়ার হিটিং অনুশীলনসহ মাঠের প্রস্তুতিও সেরেছে টাইগাররা। গত রোববার (১৮ আগস্ট) শেষ হয়েছে ঢাকা পর্বের অনুশীলন। আগামীকাল (বুধবার) সিলেটে পা রাখবে টাইগাররা। সেখানেই অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস সিরিজের ম্যাচগুলো।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর যথাক্রমে সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি
