Connect with us
ক্রিকেট

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

Bangladesh gained a fighting asset in the survival match of the tournament
নর্দান টেরিটরির বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে সোহানরা। ছবি- এনটি ক্রিকেট

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে আজ (মঙ্গলবার) নর্দান টেরিটরির মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল। 

মারারার টিআইও স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশের পক্ষে আজও ব্যাট হাতে জ্বলে উঠেছেন আফিফ হোসেন। ৪০ বলে ৪১ রানের দলীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে তার ব্যাটেই। প্রথম ম্যাচে দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হলেও, আজকের ইনিংসহ সবশেষ তিন ম্যাচেই চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার।



আজ ব্যাট হাতে রান পেয়েছেন অধিনায়ক সোহানও। প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি তিনি। তবে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন সোহান। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার।

দুই ওপেনার জিসান আলম ২৩ বলে ৩০ এবং নাঈম শেখ ১১ বলে ২৫ রান রান করেন। এছাড়া শেষদিকে ১৩ বলে ২২ রানের ক্যামিও খেলেন ইয়াসির আলী রাব্বি।

এদিন ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তুলে নেয় বাংলাদেশ। তবে নাঈম ক্যাচ আউট হয়ে বিদায় নেওয়ার পর সাইফ হাসানও হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈমের পথ ধরে তিনি ফেরে ক্যাচ দিয়ে। কিছুক্ষণ পর জিশানও উইকেট দিয়ে ফেরেন।

দলীয় ৭৭ রানের তৃতীয় উইকেট পতনের পর আফিফকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে রানের চাকা এগিয়ে নেন সোহান। ১২০ রানের মাথায় সোহান ফিরে গেলে আফিফ ও রাব্বি পঞ্চম উইকেটে ৩১ বলে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি পেতে সাহায্য করেন। নর্দান টেরিটরির পক্ষে একটি করে উইকেট নেন ম্যাট হ্যামন্ড ও ডি’আর্চি শর্ট।

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট