Connect with us
ক্রিকেট

জাকেরের বিশ্বাস, এবার এশিয়া কাপ জিতবে বাংলাদেশ

Zaker believes Bangladesh will win the Asia Cup this time
এশিয়া কাপ জিতবে বাংলাদেশ, বিশ্বাস করেন জাকের। ছবি- সংগৃহীত

আগামী মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের নতুন আসর। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি সারছে দলগুলো। বাংলাদেশের ক্রিকেটাররাও মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। তবে আজ অনুশীলন ছিল না টাইগারদের। এই ফাঁকে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জাকের আলী। সেখানে এশিয়া কাপ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

২০২৫ এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ— এশিয়া কাপ নিয়ে দলের লক্ষ্যের কথা জানাতে গিয়ে এমনটাই বলেন জাকের। তিনি এবং দলের সবাই বিশ্বাস করেন, এবার শিরোপা জেতা সম্ভব।

জাকের বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। তাছাড়া ড্রেসিংরুমের সবাই বিশ্বাস করে এবার আমরা চ্যাম্পিয়ন হবো। আমাদের দল এখন যে অবস্থানে আছে, সবাই যেভাবে পরিশ্রম করছে, আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।’



১৯৮৬ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর অনুষ্ঠিত ১৫টি আসরেই খেলেছে টাইগাররা। এর মধ্যে ৩টি আসরে ফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সবগুলো ফাইনালেই হেরেছে দলটি।

২০১২ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের সেই আসরে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা খোয়ায় টাইগাররা। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। মিরপুরে ভারতের কাছে ৮ উইকেটে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া করে লাল-সবুজের দল।

সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের এই আসরের ফাইনালে আবারও সেই ভারতের কাছেই ৩ উইকেটে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ।

এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের সেরা চার দল নিয়ে মাঠে গড়াবে সুপার ফোরের লড়াই। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট