
অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আজ মাঠের খেলায় ঘাম ঝরানোর পালা। যদিও এটিও প্রস্তুতি ম্যাচ। বয়সভিত্তিক অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আজ স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এ ম্যাচ দিয়েই দলের শক্তি ও ঘাটতিগুলো খুঁজে বের করতে চান কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। ক্লোজ ডোরে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় কোনো চ্যানেলে দেখা যাবে না। তবে ইউটিউব বা ফেসবুকসহ অনলাইটন প্লাটফর্মে দেখা যেতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে তীব্র গরম। এর মধ্যেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কন্ডিশনিং ক্যাম্প চলেছে। এশিয়ান কাপের বাছাইপর্বের আগে এই ম্যাচের পর আগামী ২২ আগস্ট আরেকটি ম্যাচ খেলবে মুরসালিনরা।
বাহরাইনের বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে বাংলাদেশের যুবাদের। তবে ম্যাচ নিয়ে আশাবাদী সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না মোরসালিন। নজর থাকবে পিয়াস নোভার দিকে।
বাহরাইনের হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে কীভাবে নিজেদের ডিফেন্স সামাল দেবেন আকাই-জায়ানরা, তা নিয়েও হয়েছে বিশেষ সেশন। এখন মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পালা যুবাদের।
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/এনজি
