Connect with us
ক্রিকেট

জিশান-আফিফের ব্যাটে নেপালের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

Bangladesh's big capital against Nepal with Zeeshan-Afif's batting
নেপালের বিপক্ষে ফিফটি করেছেন জিশান আলম। ছবি- নর্দান টেরিটরি ক্রিকেট

হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ (শনিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করতে নেমে জিশান আলম ও আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পেয়েছে লাল-সবুজের দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করেছে সোহানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন জিশান। ৪৬ বলের ইনিংসটি ৪ চার ও ৫ ছক্কায় সাজান এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে আফিফের ব্যাট থেকে। ২৩ বলে ৯ চারের মারে এই রান করেন তিনি। এছাড়া নাঈম শেখ ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন।

এদিন ডারউইনের টিআইও স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম ও জিশান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তুলে নেয় বাংলাদেশ।



পাওয়ারপ্লে শেষ হওয়ার পর ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। দলীয় ৬২ রানের মাথায় ফিরে যান নাঈম। এরপর সাইফ হাসানকে নিয়ে আরো ৪৯ রান যোগ করেন জিশান। দলীয় ১১১ রানের মাথায় তার দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে। এরপর সাইফও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচে একাই লড়ে যাওয়া এই ব্যাটার আজ ১১ বলে ১১ রান করে ফিরে যান।

পরবর্তীতে একপ্রান্ত আগলে খেলে যান আফিফ হোসেন। অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন নুরুল হাসান সোহান (৫), মাহিদুল ইসলাম অঙ্কনরা (৭), তোফায়েল আহমেদরা (৫)। শেষ পর্যন্ত আফিফের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৮০ পেরিয়ে শক্তিশালী পুঁজি পায় বাংলাদেশ।

নেপালের পক্ষে ৩ ওভারে ৩৪ রান খরচায় ২টি উইকেট নেন রিজান ধাকাল। এছাড়া একটি করে উইকেট নেন কারান কেসি, সন্দীপ লামিচানে ও নন্দন যাদব।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট