Connect with us
ক্রিকেট

ফেসবুক পোস্টে গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন হৃদয়

Hridoy lashed out at the media in a Facebook post
ভুয়া প্রচারণার কারণে গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়েছেন হৃদয়। ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। তবে এই ক্যাম্পে নেই দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। গত সপ্তাহের শেষদিকে শুরু হওয়া এই ক্যাম্পে হৃদয়ের অনুপস্থিতি নিয়ে অনেকের মাঝেই একটি কৌতূহল তৈরি হয়।

এরই মাঝে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কয়েকটি গণমাধ্যম জানায়, হেয়ার ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে আছেন হৃদয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে তোলপাড়। কিছু গণমাধ্যম জানায় ইংল্যান্ডে আছেন তিনি, আবার কিছু গণমাধ্যমে বলা হয় হৃদয় এখন তুরস্কে অবস্থান করছেন।

তবে ইংল্যান্ড কিংবা তুরস্ক নয়, হৃদয় অবস্থান করছেন দেশেই। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে আছেন এই ক্রিকেটার। বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান হৃদয়। একইসঙ্গে ভুয়া প্রচারণার জন্য গণমাধ্যমের প্রতি ক্ষোভও প্রকাশ করেন এই তারকা ব্যাটার।



হৃদয় বলেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন।’

Hridoy lashed out at the media on Facebook

হৃদয়ের ফেসবুক পোস্ট। ছবি- ফেসবুক/তাওহীদ হৃদয়

গণমাধ্যমের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘ভিউ বাণিজ্যের জন‍্য আর কত নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

মূলত গত পাকিস্তান সিরিজ শেষে কিছুদিন বিশ্রামের সুযোগ পেয়েছে টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। এই ছুটিতে অনেকেই গিয়েছেন দেশের বাইরে। হৃদয়ও গিয়েছিলেন ইংল্যান্ডে। গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন ব্রিজের সামনে দাঁড়ানো কিছু ছবি শেয়ার করেন হৃদয়। ইতোমধ্যে দেশেও ফিরেছেন তিনি। কিন্তু মায়ের চিকিৎসার কারণেই এখনো ক্যাম্পে যোগ দিতে পারেননি। কিন্তু গণমাধ্যমে এ ধরনের খবর প্রচারের পর বেশ হতাশ হয়েছেন এই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট