
লেস্টার সিটির আর্মব্যান্ড হাতে নিয়ে এক দৃষ্টিনন্দন গোল করলেন৷ দলকে লিড এনে দিলেন, তবুও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না হামজা দল লেস্টার সিটি। হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুইবার লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে হামজার দল কারাবাও কাপ থেকে ছিটকে গেছে।
গতকাল বুধবার রাতে ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল লেস্টার। তবুও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ৫৪ মিনিট। বক্সের ভেতর থেকে জোরাল শর্টে চোখধাঁধানো গোল করেন হামজা। এতেই প্রথম লিড নেই লেস্টার।
ম্যাচের ৬৫ মিনিটে ড্যানিয়েল ভোস্টের করা গোলে সমতায় ফেরে হাডার্সফিল্ড। এর তিন মিনিট পর হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লেস্টার। আট মিনিট পরেও আবারো সমতায় ফেরে হাডার্সফিল্ড।
৯০ মিনিট শেষে ফলাফল ২-২ থাকায় ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস জর্ডান আয়িইউ এবং ক্যাসি ম্যাকঅ্যাটির দুটি বল ঠেকিয়েছেন। এ ছাড়া লেস্টারের আরেকটি শট পোস্টে মারেন বিলাল আল খান্নুস। বিপরীতে হাডার্সফিল্ডের পক্ষে সফল স্পটটিকে জয় নিশ্চিত করেছেন আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেন।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/এমএ
