
অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ব্যাট হাতে ডেওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরি ও বল হাতে মাফাকা-করবিন বসদের অসাধারণ পারফরম্যান্সে দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারীরা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ পর টি-টোয়েন্টিতে হারের মুখ দেখল অজিরা।
ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্রেভিসের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে ২১৮ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ১৭.৪ ওভারে ১৬৫ রান করে গুটিয়ে যায় স্বাগতিকরা।
এদিন রানতাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ব্যর্থ হয়ে ফেরেন ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। হেড ৮ বলে ৫ এবং গ্রিন ৭ বলে ৯ রান করেন। এরপর মিচেল মার্শ ও টিম ডেভিডের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া। তবে ৭৭ রানের মাথায় মার্শকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন বস। ১৩ বলে ২২ রান করে ফেরেন অজি অধিনায়ক।
মার্শ ফেরার পর ডেভিডের ব্যাটে এগোতে থাকে অস্ট্রেলিয়া। আগের ম্যাচের জয় নায়ক আজও তুলে নেন ঝোড়ো ফিফটি। তবে ফিফটি করেই রাবাদার শিকার হয়ে ফিরে যান এই মারকুটে ব্যাটার। এরপরেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৬৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ ওভারে ৫৭ রান দফিয়ে ৩ উইকেট শিকার করেন মাফাকা। সমান ৩ উইকেট নেন বসও। ৩ ওভারে মাত্র ২০ রান খরচ করেন এই পেসার। এছাড়া একটি করে উইকেট নেন রাবাদা, মার্করাম, লুঙ্গি ও পিটার।
এর আগে ব্যাটিংয়ে নেমে ব্রেভিসের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে দুইশোর্ধ্ব রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৫৬ বল খেলে ১২৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই তরুণ। ১২টি চার ও ৮টি ছক্কার মারে রেকর্ডগড়া এই ইনিংসটি সাজান ব্রেভিস। এছাড়া ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে আসে ৩১ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও বেন দ্বারসুইস।
এই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী ১৬ আগস্ট সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি
