
গত মাসেই মিয়ানমারের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেয়েরা। ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো মূল পর্বের টিকিট পেয়েছে বাঘিনীরা। এবার ইতিহাস গড়েছে অনূর্ধ্ব-২০ নারী দল। প্রথমবারের মতো বাছাইপর্ব উতরে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
রোববার (১০ আগস্ট) লাওসে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল পর্বে টিকিট পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় বা ড্রয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু হেরে যাওয়ার কারণে মূল পর্বের টিকিট পাওয়া নিয়ে বড় শঙ্কা জেগেছিল।
তবে বাংলাদেশের সুযোগ ছিল গ্রুপের রানার্সআপ দল হিসেবে মূল পর্বের টিকিট পাওয়ার সেক্ষেত্রে রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। শেষ পর্যন্ত রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে মূল পর্বের টিকিট কেটেছে লাল-সবুজের দল।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে মূল পর্বের টিকিট কেটেছে ভারত। গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন দল হিসেবে মূল পর্বের টিকিট পেয়েছে দলটি। সবমিলিয়ে আয়োজক দেশসহ ইতোমধ্যে ১২ দলের জায়গা নিশ্চিত হয়েছে।
১২ দলের মধ্যে আয়োজক দেশ হিসেবে আগেই জায়গা নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। এরপর গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া ও ভারত। আর গ্রুপের রানার্সআপ দল হিসেবে বাংলাদেশের সঙ্গে কোয়ালিফাই করেছে জর্ডান ও চাইনিজ তাইপে।
আগামী বছরের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ আসর। টুর্নামেন্টের মোট ১২টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্ব শেষে সেরা আট দল নকআউট পর্বে উঠবে। ৮ দলের কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি
