
ওয়ানডে ক্রিকেট ম্যাচে মাত্র ৫ বল খেলেই জয়! শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হয়েছে একটি যুব ক্রিকেট ম্যাচে। ছেলেদের ২০২৫ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কানাডা ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র পাঁচ বল খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে কানাডা অনূর্ধ্ব-১৯ দল।
রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ২৩ করে গুটিয়ে যায় আর্জেন্টিনা। জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম পাঁচ বলেই দুটি চার ও দুটি ছক্কার মারে জয় তুলে নেয় কানাডা। চার বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক যুবরাজ সামরা। এছাড়া ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন ধর্ম প্যাটেল।
এদিন আর্জেন্টিনার হয়ে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কোনো ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৭ রান আসে ওপেনার ওটো সরোন্ডোর ব্যাট থেকে। তার ৩৭ বলের এই ঘাম ঝড়ানো ইনিংসে একটি ছক্কার মারও ছিল। এছাড়া টমাস রোসি ৩৬ বলে ৬ এবং রোমানিন ২ ও আবেইদউল্লাহ ১ রান করেন। বাকি সাতজন ডাক মেরে ফেরেন। এছাড়া বাকি সাত রান এসেছে অতিরিক্ত থেকে।
কানাডার পক্ষে ৬ উইকেট শিকার করেন জগমানদীপ পাল। ৫ ওভারে তিন মেডেনসহ মাত্র ৭ রান করেন তিনি। এছাড়া কৃশ মিশরা ও ডমিনিক ডেনিস্টর ২টি করে উইকেট শিকার করেন।
যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডটি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের।২০০৪ সালে চট্টগ্রামে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে মাত্র ২২ রানে অলআউট হয়ে এ লজ্জার রেকর্ডটি গড়েছিল স্কটল্যান্ড। এই তালিকায় আর্জেন্টিনার এই ভরাডুবির ইনিংসটি স্থান পেতে পারতো দুই নম্বরে। তবে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না।
এই লজ্জার রেকর্ডে দুই নম্বরে আছে বাংলাদেশ। ২০০৩ সালে লাহোরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের যুবাদের বিপক্ষে ৩৪ রানে অলআউট হয়েছিল টাইগার যুবারা।
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি
