
কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৮ বছরের জয়খরা কাটানোর পর এবার ওয়ানডের আক্ষেপ দূর করলো ওয়েস্ট ইন্ডিজ। দুয়েক বছর নয়, দীর্ঘ ৬ বছর ধরে পাকিস্তানকে ওয়ানডে ক্রিকেটে হারাতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে ঘুচলো সেই আক্ষেপ।
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ক্যারিবীয়রা। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শাই হোপরা।
সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ক্যারিবিয়রা। কয়েকদিন আগে টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিলন তারা।
সোমবার মধ্যরাতে ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেটে তোলে ১৭১ রান। বৃষ্টির কারণে স্বাগতিকদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮১। ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে গেলে কিছুটা চাপে পড়ে তারা। কিন্তু রোস্টন চেজ ও রাদারফোর্ড জুটিতে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।
পরে অধিনায়ক হোপ ও রাদারফোর্ড গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন চেজ-গ্রিভস জুটি। ষষ্ঠ উইকেটে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
ব্যাট হাতে ৪৯ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতেও নেন একটি উইকেট নিয়ে ম্যাচ জেতানো অলরাউন্ডার পারফর্ম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার পান রোস্টন চেজ।
এদিন পাকিস্তানের ব্যাটিং ছিল ছন্নছাড়া। আগের ম্যাচের দুই উইনার ব্যাটার হাসান নওয়াজ ও হুসেইন তালাতের ব্যাটেই আসে কিছু রান। নওয়াজ অপরাজিত ৩৬ এবং তালাত করেন ৩১ রান। ৩টি উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এখন সিরিজ জয়ের সুযোগ রয়েছে দুই দলেরই। তাই শেষ ম্যাচ হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায়
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/এনজি
