
বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার জন্য আজকে দিনটা বিশেষ। বল পায়ে জাদু দেখিয়ে জিতে নিয়েছেন ২০২৪ প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এবার আরো একটি সুখবর পেলেন এই তারকা। তার গ্রামের বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাঙামাটিতে তার পরিবারকে বাড়ি নির্মাণ করে দেবে ক্রিকেট বোর্ড।
আজ শনিবার (৯ আগস্ট) বেশ কয়েকটি অ্যাজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিসিবির সভা। আর সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।
বল পায়ে জাদু দেখিয়ে দেশের নারী ফুটবলে অনেক অর্জন এনে দিয়েছেন ঋতুপর্ণা। তবে সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে তার পরিবারের অতি সাধারণ জীবন-যাপনের কথা। দুবারের সাফজয়ী এই ফুটবলারের রাঙামাটির বাড়িটি বাঁশের বেড়া দিয়ে তৈরি। যা নিয়ে দুঃখবোধ করেন অনেক সমর্থকেরা।
গত বছর সাফজয়ের পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে পুরস্কার হিসেবে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন ঋতুপর্ণা। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেনি তারা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তার আগেই তার পরিবারের পাশে দাঁড়ালো ক্রিকেট বোর্ড। এর আগেও ফুটবলারদের পাশে দাঁড়ানোর নজির রয়েছে বিসিবির।
আজ (শনিবার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এর অনুষ্ঠান। সাবিনা খাতুনের পর বাংলাদেশের দ্বিতীয় নারী ফুটবলার হিসেবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা। ২০২২ সালে প্রথমবার জিতেছিলেন নারী দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। এবার সেটা উঠল ২০২৪ নারী সাফের টুর্নামেন্টসেরা ফুটবলার ঋতুপর্ণার হাতে।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/বিটি
