
মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল।সম্প্রতি র্যাংকিয়ে এগিয়ে থাকা বাহারাইনের সাথে বিশাল জয় এবং জর্ডানকে রুখে দেয়া প্রেরণা জুগিয়েছে নারী দলকে। সেই প্রেরণায় মিয়ানমারের মাটিতে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপ ২০২৭ এ।
সেই পারফরম্যান্সের ছাপ পরেছে ফিফা র্যাংকিয়েও। ৭ ই আগস্ট নারীদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফিফা।সেখানে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০৪। এবারের র্যাংকিয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছে বাংলাদেশই। শুধু তাই নয়,এই র্যাংকিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, বাংলাদেশের সংগ্রহ ৮০.৫১ পয়েন্ট। র্যাংকিয়ে প্রথম স্থানে আছে স্পেন।
যুক্তরাষ্ট্রের অবস্থা এখন দ্বিতীয়। পরের দলগুলো যথাক্রমে সুইডেন,ইংল্যাড ও জার্মানি।একধাপ পিছিয়ে ব্রাজিলের অবস্থান এখন সপ্তম,আর্জেন্টিনা আছে ৩০তম স্থানে। এশিয়ার দুই পরাশক্তি জাপান এবং কোরিয়া আছে যথাক্রমে অষ্টম ও দশম স্থানে।
র্যাংকিয়ে সবচেয়ে বেশি র্যাংকিয়ে অবনতি হয়েছে মঙ্গোলিয়ার।২২ ধাপ পিছিয়ে তাদের অবস্থান এখন ১৪৮।তবে সবচেয়ে পয়েন্ট খুইয়েছে ফিজি।৬৯.৯৬ পয়েন্ট হারিয়ে র্যাংকিয়ে তাদের অবস্থান ৭৮।
আগামী বছরের এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া,চীন ও উজবেকিস্থানের র্যাংকিয় যথাক্রমে ১০,১৬ ও ৫২। তবে পরস্পর মুখোমুখি হওয়ার আগে পাল্টে যেতে পারে দলগুলোর অবস্থান,কেননা ফিফা তাদের পরবর্তী র্যাংকিং প্রকাশ করবে এবছরের ১১ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি
