
মাত্র ১২ হাজার টাকার ভাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল! সম্প্রতি এমন একটি খবর প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে। এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে অনেক আলোচনা তৈরি হয় ক্রিকেটপাড়ায়।
একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি মাত্র ১২ হাজার টাকার ভাড়া বাসায় থাকছেন, যা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে। একইভাবে অস্বাভাবিক মনে হয়েছে বাংলাদেশ সাবেক ওপেনার ইমরুল কায়েসের কাছেও। ব্যাপারটি দাগ কেটেছে তার মনে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন এই সাবেক। বিসিবি সভাপতিকে নিয়ে বোর্ডের এমন মূল্যায়ন নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে ইমরুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন—যে বিসিবি সভাপতি বর্তমানে মাত্র ১২ হাজার টাকার ভাড়ার একটি বাসায় থাকছেন। এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। একজন মানুষ, যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে, এক দেশ থেকে আরেক দেশে এসে, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন, তাঁকে যদি এমন একটি বাসায় থাকতে হয়—তাহলে সেটা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন থেকেই যায়।’

ইমরুল কায়েসের ফেসবুক ফোস্ট। ছবি- সংগৃহীত
তিনি আরও লিখেছেন, ‘আমার জানা মতে, বিসিবি শুরুতে তাঁকে ভালো মানের একটি থাকার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এবং কিছু দুষ্টচক্র সেই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে, যা তাঁর আত্মসম্মানে আঘাত করে। আর সেই সম্মানের খাতিরেই তিনি আজ এত সাধারণভাবে থাকছেন। আমরা দেখে থাকি বিসিবি কত টাকা খরচ করে বিদেশি স্টাফ এবং কোচদের পেছনে, যার হিসাব কোটি টাকায় গড়ায়। অথচ, অন্যদিকে একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতিকে মাত্র ১২ হাজার টাকার একটি হোটেলে রাখা হচ্ছে। আমরা না হয় ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন না-ই করলাম, কিন্তু তাঁর মেধাকে তো অন্তত মূল্যায়ন করা উচিত, তাই না? নাকি আগের মতো যেভাবে সব কিছু চলেছে, সেভাবেই চলবে?’
সবশেষে দুঃখবোধ করে এই ব্যাটার লিখেছেন, ‘আসলে আমরা কবে শিখব একজন ভালো মানুষ কিংবা ভালো কিছুর সঠিক মূল্যায়ন করতে? কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে, তাদের পাশে দাঁড়াব? এমন কিছু সংখ্যালঘু মানুষ সব সময়ই থাকে—যারা শুধু দেশের ক্রিকেট নয়, বরং গোটা দেশেরই ক্ষতি করে। যেমনি করে বুলবুল ভাই নিজেই বলেছেন, কিছুদিন পর তিনি চলে যাবেন। দুঃখের বিষয়, আমরা অনেক সময় সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে পারি না।’
জানা গেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাছে এক আত্মীয়ের বাসার পাশে দুই রুমের একটি বাসা ভাড়া নিয়েছেন বুলবুল। যদিও এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে বিষয়টি তিনি এড়িয়ে যান। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বুলবুল জানান, ‘বাদ দেন এই বিষয়টা। আমি কোথায় থাকলাম, কত টাকায় ভাড়া বাসা নিলাম, এটা কি খুব বড় খবর? এটা নিয়ে কিছু বলতে চাই না।’
গত মে মাসে ফারুক আহমেদ অধ্যায়ের সমাপ্তির পর বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পান বুলবুল। বিসিবি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্বে থাকবেন এই সাবেক ক্রিকেটার।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/বিটি
