
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে গত বছর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। নর্দার্ন টেরিটরির এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিরা। চলতি মাসেই বসবে টুর্নামেন্টটির নতুন আসর। এবারের আসরেও বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে এবার এইচপির পরিবর্তে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
এবারের টুর্নামেন্টে তিনটি আন্তর্জাতিক পর্যায়ের দল অংশ নেবে। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি রয়েছে পাকিস্তান শাহীনস (‘এ’ দল) ও নেপালের জাতীয় দল। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের দল শিকাগো কিংসম্যান-সহ অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের কয়েকটি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে দক্ষিণ এশিয়ার দুই দল পাকিস্তান শাহীনস ও নেপালের বিপক্ষে খেলবে তারা। এছাড়া পার্থ স্করচার্স, নর্দান টেরিটরি, মেলবোর্ন স্টারস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ আগস্ট পর্যন্ত লিগ পর্বের ম্যাচ রয়েছে টাইগারদের। এরপর ২৪ আগস্ট দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারলে সেমিতে খেলতে পারবে বাংলাদেশ, নাহলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
২০২৫ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সময়সূচি
তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ) |
১৪ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহীনস | রাত ৮টা |
১৬ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম নেপাল | রাত ৮টা |
১৭ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম পার্থ স্করচার্স | রাত ৮টা |
১৯ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম নর্দান টেরিটরি | রাত ৮টা |
২১ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টারস | রাত ৮টা |
২৩ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬টা |
এদিকে গত সোমবার (৪ আগস্ট) টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলটির নেতৃত্বে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। এছাড়া হাসান মাহমুদ, সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম বসবে, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/বিটি
