সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর আবারও এশিয়ান মঞ্চে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এবারের মিশন এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৬ কোয়ালিফায়ার্স।
মঙ্গলবার (৬ আগস্ট) শুরু হচ্ছে এই নতুন চ্যালেঞ্জ। লাল-সবুজের মেয়েরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক লাওস-এর বিপক্ষে।
গ্রুপ ‘এইচ’-এ বাংলাদেশের প্রতিপক্ষ লাওস ছাড়াও রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুর। তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে যেতে পারবে কি না।
ম্যাচ সূচি (বাংলাদেশ সময়)
| ৬ আগস্ট | রাত ৭টা ৩০ | বাংলাদেশ বনাম লাওস |
| ৮ আগস্ট | রাত ৭টা ৩০ | বাংলাদেশ বনাম পূর্ব তিমুর |
| ১০ আগস্ট | বিকেল ৪টা | দক্ষিণ কোরিয়া বনাম বাংলাদেশ |
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়াম, ভিয়েনতিয়ানে।
অপরিবর্তিত দল, লক্ষ্য ফাইনাল রাউন্ড
সাফ জয়ী স্কোয়াডকেই এএফসি কোয়ালিফায়ার্সের জন্য ধরে রাখা হয়েছে। কোচ পিটার বাটলার বলেন, এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য বাস্তববাদী। প্রথম ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস আরও বাড়বে।

BFF announces squad for Women’s Asian Cup qualifiers
অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে মাঠে নামবে দলটি, সঙ্গে থাকছেন মিডফিল্ডার স্বপ্না রানি, স্ট্রাইকার সাগরিকা ও গোলরক্ষক রুপা আক্তার।
ম্যাচ দেখবেন যেভাবে
বাংলাদেশের ফুটবল প্রেমীরা ঘরে বসেই দেখতে পারবেন এই ম্যাচগুলো। টিভি-তে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। অনলাইনে বিশ্বব্যাপী লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফিফা প্লাস (FIFA+ plus.fifa.com), এছাড়া এএফসি ইউটিউব চ্যানেল (AFC YouTube Channel) এ ম্যাচের হাইলাইট, লাইভ আপডেট পাবেন।
সাফ শিরোপা জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার বড় আসরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/এনজি