
বাংলাদেশের নারী ফুটবলের সামনে আরেকটি বড় মঞ্চ। এবার এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী কোয়ালিফায়ার্স-২০২৬ শুরু হতে যাচ্ছে ৬ আগস্ট থেকে। যেখানে গ্রুপ ‘এইচ’-এ প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসের রাজধানী ভিয়েনতিয়ান-এর নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে। ৬ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে, এরপর ৮ আগস্ট তিমুর-লেস্টে এবং ১০ আগস্ট প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ
বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। ফলে গ্রুপ পর্ব থেকে উত্তরণ সহজ হবে না। তবে শুরুতেই যদি লাওস ও পূর্ব তিমুরকে হারাতে পারে, তাহলে সেরা রানার্স-আপ হিসেবেও ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
অপরিবর্তিত স্কোয়াড, আত্মবিশ্বাসী কোচ
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটিকেই মূলত রেখে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার জন্য। স্কোয়াডে আছেন অধিনায়ক আফিদা খন্দকার, মিডফিল্ডার স্বপ্না রানি ও ফরোয়ার্ড সাগরিকা, যারা আগের টুর্নামেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। প্রথম লক্ষ্য লাওসকে হারানো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে বড় পরীক্ষা।
বিশ্বকাপের স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ
কোয়ালিফায়ার্স থেকেই বাছাই হবে ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের ফাইনাল রাউন্ডের ১১টি দল, যেখানে স্বাগতিক থাইল্যান্ড আগে থেকেই যোগ্যতা অর্জন করে রেখেছে। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল, থাইল্যান্ডে।
ফাইনাল রাউন্ডের শীর্ষ ৪ দল অংশ নেবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে, সেপ্টেম্বরে যেটি অনুষ্ঠিত হবে পোল্যান্ডে।
বাংলাদেশ দলের ম্যাচ সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৬ আগস্ট | লাওস | নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়াম |
৮ আগস্ট | পূর্ব তিমুর | নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়াম |
১০ আগস্ট | দক্ষিণ কোরিয়া | নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়াম |
প্রতিপক্ষ কঠিন, তবে সাম্প্রতিক পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস জোগাবে। প্রথম দুম্যাচেই জয় তুলে নিতে পারলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ হয়ে উঠবে জমজমাট।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/এনজি
