
এশিয়া কাপ সামনে রেখে বেশিরভাগ দলই নিজেদের প্রস্তুতির জন্য নিজ নিজ খেলায় ব্যস্ত থাকবে। আগামী মাসে শুরু হতে যাওয়া এই মহাদেশীয় টুর্নামেন্টের আগে বাংলাদেশও নিজেদেরকে ঝালিয়ে নিতে যায়। সেই লক্ষ্যে ঘরে মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আজ সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন করে বিরতি দিয়ে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে ১ ও ৩ সেপ্টেম্বর। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
একনজরে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৩০ আগস্ট | প্রথম টি-টোয়েন্টি | সিলেট | সন্ধ্যা ৬টা |
১ সেপ্টেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি | সিলেট | সন্ধ্যা ৬টা |
৩ সেপ্টেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি | সিলেট | সন্ধ্যা ৬টা |
মূলত আগস্টে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ। তবে ভারতের আপত্তিতে এই সিরিজটি এক বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। তাই এশিয়া কাপ সামনে রেখে এই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি সারতে চায় টাইগাররা। সেই লক্ষ্যেই সিরিজ আয়োজনের চেষ্টা চালায় বিসিবি। তবে এই সময়ে শীর্ষ দলগুলোর ব্যস্ত সূচি থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সারবে লিটন দাসের দল।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ক্যাম্প, যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প শুরু করবে লিটনরা। এই ক্যাম্প সামনে রেখে ১১ থেকে ১২ আগস্টের মধ্যে ঢাকায় পৌঁছাবে দলের কোচ ও সাপোর্ট স্টাফরা।
উল্লেখ্য, ৮ দল নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/বিটি
