
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ নিয়ে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো চুক্তি সম্পন্ন না হওয়ায় চূড়ান্ত সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজকে সামনে রেখে চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের আসার কথা ছিল নেদারল্যান্ডসের। তবে মাঝামাঝি সময়ে আসছে না দলটি। আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের মাটিতে পার রাখতে পারে ডাচরা।
বিসিবির সূত্রের বরাত দিয়ে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, আগস্টের ২৬ তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হতে ১ ও ৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এমনটাই জানিয়েছেন। মিরপুরের উইকেটের সমালোচনা করে তিনি জানিয়েছিলেন, এই উইকেটে খেলে এশিয়া কাপের প্রস্তুতি সম্ভব নয়। তাই সিরিজের ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ২০ তারিখ থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। লিটনদের এই ক্যাম্পকে সামনে রেখে ১১ থেকে ১২ আগস্টের মধ্যে ঢাকায় পৌঁছাবেন দলের কোচ ও সাপোর্ট স্টাফরা।
নেদারল্যান্ডস সিরিজ শেষে আরব আমিরাতে পাড়ি জমাবে বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটনরা।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/বিটি
