
ওভাল টেস্টের শেষ মুহূর্তের নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার (৪ জুলাই) সিরিজ নির্ধারণী এই টেস্টের পঞ্চম দিনে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। এতে রোমাঞ্চকর এই টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। এতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভাগাভাগি করে নিয়েছে দুই দল।
ভারত-ইংল্যান্ড সিরিজটা ছিল একটি রেকর্ডময় টেস্ট সিরিজ। এই সিরিজে দুই দলের খেলোয়াড়েরাই একাধিক রেকর্ড গড়েছে। এবার সিরিজের মোট সেঞ্চুরি দিয়েই ৭০ বছর আগের রেকর্ড স্পর্শ করেছে ভারত ও ইংল্যান্ডের ব্যাটাররা।
এই সিরিজে সেঞ্চুরি এসেছে মোট ২১টি। এর আগে ৭০ বছর আগে দ্বিপাক্ষিক কোনো সিরিজে ২১টি সেঞ্চুরির দেখা মিলেছিল। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে ২১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দুই বলের ব্যাটাররা। আর ৭০ বছর পর এসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ৫ টেস্ট দিয়ে এই রেকর্ড স্পর্শ হয়েছে।
এই ২১টি শতকের মধ্যে ভারতীয়দের ব্যাট থেকে এসেছে ১২টি সেঞ্চুরি। আর বাকি ৯টি সেঞ্চুরি এসেছে স্বাগতিক ইংলিশদের ব্যাট থেকে। এর মধ্যে সর্বাধিক ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। এছাড়া জো রুট ৩টি এবং হ্যারি ব্রুক, ঋশভ পন্ত, লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল দুটো করে সেঞ্চুরি করেছেন । এর পাশাপাশি রবীন্দ্র জাদেজা, বেন ডাকেট, জেমি স্মিথ, অলি পোপ, বেন স্টোকস ও ওয়াশিংটন সুন্দর একটি করে সেঞ্চুরি করেছেন।
দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে আছে ২০০৩-০৪ সালের ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। সেই সিরিজে ২০টি সেঞ্চুরি এসেছিল। এছাড়া ৬টি ভিন্ন ভিন্ন সিরিজে ১৭টি করে সেঞ্চুরি এসেছিল।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/বিটি
