
ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টে এক বীরত্বের পরিচয় দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস্। আগত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে সীমানারেখার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। শেষ দিনের রোমাঞ্চে ব্যান্ডেজ নিয়েই নামেন ক্রিজে।
স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না। তবে ওকস জানিয়েছিলেন প্রয়োজনে কাঁধের গুরুতর চোট নিয়ে ব্যাটিংয়ে নামবেন। হলোও তাই।
দলের জয়ের জন্য ১৭ রান যখন দরকার, তখন ফিরে গেলেন জস টাঙ। আগের ইনিংসে ব্যাটিংয়ে না নামলেও এই ইনিংসে দলের প্রয়োজনে ব্যান্ডেজ করা হাত সোয়েটারের ভেতর নিয়ে অন্য হাতে ব্যাট নিয়ে নামেন ক্রিজে। হয়ে যান বীর।
যদিও তিনি একটি বলও খেলেননি। কিন্তু শেষ উইকেটে অ্যাটকিনসনের সঙ্গে গড়েছেন ১০ রানের জুটি। তাতে অবশ্য লাভ হয়নি। ভারত ঠিকই ম্যাচটি জিতে নিয়েছে। ৬ রানের এই জয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হলো।
এর আগে তামিম ইকবালও বাংলাদেশের হয়ে এশিয়া কাপের ম্যাচে ভাঙা হাত নিয়ে নেমেছিলেন ক্রিজে। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে ওই ম্যাচটি জিতিয়েছিলেন তামিম। একই ঘটনার পুনরাবৃত্তি হলেও ওকস জয় নিয়ে ফিরতে পারেননি।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/এজে/এনজি
