
ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন- আর্জেন্টাইন তারকা নতুন চুক্তিতে ২০২৮ পর্যন্ত থেকে যেতে পারেন, আবার নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো আশাবাদী, মেসি কোথাও যাচ্ছেন না।
লিগস কাপে আগামীকাল ভোরে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলনে উঠেছে মেসি প্রসঙ্গ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মায়ামির কর্মকর্তারা এরই মধ্যে মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছেন। কোচ মাসচেরানোও বিষয়টি জানেন।
সাবেক সতীর্থ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসচেরানো বলেন, মেসিকে নিয়ে শুধু এটাই বলব- আমরা সবাই আশা করছি, সে চুক্তি নবায়ন করবে। এটা ক্লাব আর তার মধ্যকার বিষয়। এনিয়ে আলোচনা চলছে। যদি কোনো সমঝোতা হয়, তাহলে তা সময়মতো সবাইকে জানানো হবে। আমি গুঞ্জনগুলো দেখেছি, তবে আমরা এখনো আশাবাদী যে মেসি আমাদের সঙ্গেই থাকবেন।
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাঠের পারফরম্যান্সে যেমন উজ্জ্বল, তেমনি মার্কেটিং, টিকিট বিক্রি থেকে শুরু করে দলীয় মনোবলে তার প্রভাবও অসামান্য। ফলে মেসিকে ধরে রাখতে চায় ক্লাব কর্তৃপক্ষও।
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৫/এসএ/এনজি
