
ইংল্যান্ডের শীর্ষ স্তরের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের তরুণ গতিতারকা নাহিদ রানা। কাউন্টিতে খেলার জন্য তাকে প্রস্তাব দিয়েছিল কয়েকটি ক্রিকেট ক্লাব। তবে সেপ্টেম্বরের জাতীয় দলের ব্যস্ততা থাকা কাউন্টি খেলতে যাওয়া হচ্ছে না এই এক্সপ্রেস পেসারের।
কাউন্টি ক্লাবের হয়ে খেলার জন্য রানাকে প্রস্তাব দেওয়ার খবরটি নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় রানা নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
এ প্রসঙ্গে রানা সংবাদমাধ্যমকে জানান, ‘হ্যাঁ, কিছুদিন আগে এজেন্টের মাধ্যমে কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছিলাম। সে বলেছিল দুই-তিনটা ক্লাব আমাকে চেয়েছে। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় আমি না করে দিয়েছি।’
মূলত সেপ্টেম্বরে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে রানাকে টেস্ট দলে বেশি প্রাধান্য দেওয়া হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও খেলছেন তিনি। যে কারণে এশিয়া কাপেও জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকবেন তিনি। আর এ কারণেই ইংল্যান্ডে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই গতি তারকা।
৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের মাটিতে ৮ দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ। যেখানে বাংলাদেশ খেলবে গ্রুপ বি-তে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন কাউন্টিতে খেলেছেন। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের মতো বিশ্ব তারকারা। সবশেষ ২০২৪ সালে সাকিব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি
