Connect with us
ক্রিকেট

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন শাহরিয়ার নাফিস

Shahriar Nafees
শাহরিয়ার নাফিস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ক্রিকেট থেকে অবসরের পরই যোগ দিয়েছিলেন বিসিবিতে। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। একইসঙ্গে তুলে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদ ছেড়ে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার নাফিস। খুব শিগগিরই এইচপিতে কাজ শুরু করবেন এই সাবেক।

২০২১ সালে প্রায় প্রায় দেড় যুগের পেশাদার ক্যারিয়ারে ইতি টানেন নাফিস। পেশাদার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ভিন্নভাবে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবসরের পর যোগ দেন বিসিবিতে। সেখানে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে দায়িত্ব পান এই সাবেক ব্যাটার।



আরও পড়ুন:

» অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে কেবল একজন প্রবাসী ফুটবলার

» ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, ম্যাচগুলো কবে-কখন 

এই গত কয়েক বছরে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবেই কাজ করেছেন নাফিস। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বিসিবির কর্মকর্তা পর্যায়ে পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত নাফিসকে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে এইচপির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এদিকে নাফিসের আগে এইচপির ইনচার্জ হিসেবে কাজ করেছেন জামাল বাবু। এবার তাকে প্রমোশন দিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগে নিয়ে আসা হয়েছে। এখন থেকে নাফিসের জায়গায় ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাফিসের। বাংলাদেশের হয়ে ২৪টি টেস্টে,৭৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এরপর ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন এই বাঁহাতি ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট