Connect with us
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ

Bangladesh secure big win against Zimbabwe in tri-series
জিম্বাবুয়ের যুবাদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় বাংলাদেশ। তবে এবার স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে পুনরায় জয়ে ফিরেছে টাইগার যুবারা। 

আজ (শুক্রবার) সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে সিরিজে দ্বিতীয়বারের দেখায় দুটোতেই তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এতে টুর্নামেন্টের তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে বোলিং করতে নেমে জিম্বাবুয়েকে ৮৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এই জয়ে পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৪ ম্যাচে ৩ জয়ে দক্ষিণ আফ্রিকার যুবাদের সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। প্রোটিয়ারা নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে।



সহজ লক্ষ্য তাড়ায় আজ ওপেনিংয়ে খেলতে নেমে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটার। তবে আরেক ওপেনার রিফাত বেগ আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে ফিরেন তিনি।

এরপর কালাম সিদ্দিকি আলিন মারকুটে ব্যাটিংয়ে ১৬ বলে ৪ চারের মারে ২০ রান করে ফিরে যান। দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর রিজান হোসেনকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন আজিজুল। রিজান ২৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ইকবাল হোসেন ইমন-সানজিদ মজুমদারদের বোলিং দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ফলে একশোর আগেই গুটিয়ে যায় তারা। ৬.৩ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার শিকার করেন ২টি করে উইকেট।

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট