Connect with us
ফুটবল

এবার অস্ট্রেলিয়ার ক্লাব থেকেও ঋতুপর্ণাকে দলে নেয়ার প্রস্তাব

বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমার জয়জয়কার ক্রমেই বাড়ছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি লিগেও আলো ছড়ানো এই তরুণীকে এবার দলে ভেড়াতে আগ্রহী অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগের ক্লাব। বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন ঋতু।

সম্প্রতি গণমাধ্যমকে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার লিগের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলানোর বিষয়ে যোগাযোগ করেছে। তাছাড়া দক্ষিণ এশিয়ার সেরা হওয়া ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবে আমাদের দেশের মেয়েদের আগামী বছর দেখা যেতে পারে।

বাংলাদেশ নারী দল টানা দুই বারের সাফ চ্যাম্পিয়ন। বিশ্ব নারী ফুটবল মার্কেটে তাদের চাহিদাও বেশ। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লিগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসলো বাফুফের কাছে। তবে অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা, সেটির নাম গোপন রেখেছে বাফুফে।



জানা গেছের ঋতুকে প্রস্তাব দেওয়া দলটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। দেশটির নারী ফুটবলের তৃতীয় টায়ারে খেলে ওই ক্লাব। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে বসবে নারী এশিয়ান কাপের আসর। যেখানে আগেই টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক দেশের কোনো ক্লাবে খেলতে পারলে ঋতুপর্ণা ভিন্ন চমকও এনে দিতে পারেন।


আরও পড়ুন 

»পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সূচনা

» স্পট ফিক্সিং ইস্যুতে নির্দোষ ব্রাজিলিয়ান তারকা


তকে আগামী সেপ্টেম্বর থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেনসিভ ট্রেনিং শুরুর ঘোষণা দিয়েছে বাফুফে। তাছাড়া এশিয়া কাপের আগে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। আর নারী প্রিমিয়ার লিগের আসরও বসবে। সব মিলিয়ে বাফুফে ঋতুকে অস্ট্রেলিয়ার ক্লাবে পাঠাবে কীনা সেটা নির্ভর করছে অনেক সমীকরণের ওপর।

ক্রিফোস্পোর্টস/০১আগস্ট২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল