Connect with us
ফুটবল

এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রায় বাংলাদেশ

Bangladesh U20 Women Football team Fress Meet
এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ে সংবাদ সম্মেলন। ছবি- ক্রিফো স্পোর্টস

এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে আফিদা খন্দকারকে অধিনায়ক করে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী ২ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

কোচ পিটার বাটলারের ঘোষিত দলে আছেন-

মিলি আক্তার, মোছা. ফেরদৌসি আক্তার সোনালি, স্বর্ণা রাণী মণ্ডল, আফিদা খন্দকার (অধিনায়ক), মোছা. রুমা আক্তার, কানন আক্তার, মোছা. জয়নব বিবি রিতা, মোছা. সুরমা জান্নাত, মোছা. ঐশী খাতুন, অয়ন্ত বালা মাহাতো, কানন রাণী বাহাদুর, নাদিয়া আক্তার জুতি, মোছা. বন্না খাতুন, নবিরান খাতুন, শান্তি মার্দি, রূপা আক্তার, মোসা. মুনকি আক্তার, স্বপ্না রাণী, সিনহা জাহান শিখা, মোছা. সাগরিকা, উমেহলা মারমা, পূজা দাস এবং শ্রীমতি তৃষ্ণা রাণী।




আরও পড়ুন :

» সাফের মুকুট মাথায় এশিয়ার চ্যালেঞ্জ, এবার লক্ষ্য আরও বড়

» সালাউদ্দিনের চুক্তির মেয়াদ ও বেতন বাড়ালো বিসিবি


এইচ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক, লাওস ও পূর্ব তিমুর।

৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর এবং ১০ আগস্ট শক্তিশালী কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে আফিদারা।

এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ পিটার বাটলার, অধিনায়ক আফিদা খন্দকার ও বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

Bangladesh U20 Women Football team Fress Meet 2

কোচ বাটলার বলেন, আমার দল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। কোরিয়া বা লাওসের শক্তির কথা আমরা জানি। তবে আমরা অতীত নিয়ে ভাবছি না- ভবিষ্যৎটা রাঙাতে চাই।

অধিনায়ক আফিদা বলেন, আমরা সদ্য সাফ খেলেছি। স্কোয়াডের সবাই ম্যাচ খেলেছে। তাই বড় দলের বিপক্ষে মানসিকভাবে ভয় পাওয়ার কিছু নেই।

টানা ম্যাচে ক্লান্তির প্রসঙ্গে তিনি বলেন, কোচ আগেই আমাদের জানিয়ে দিয়েছিলেন কোয়ালিফায়ার নিয়ে প্রস্তুত থাকতে। সাফে তিনি পরিকল্পনা অনুযায়ী খেলিয়েছেন, রোটেশন দিয়েছেন। ফলে ক্লান্তির কোনো সুযোগই হয়নি।

শক্তিশালী কোরিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে কোচ বলেন, ফুটবলে সব সময় র‌্যাংকিং বড় বিষয় নয়। এটি অঘটনের খেলা। আমরা আমাদের স্বাভাবিক ফুটবলটাই খেলতে চাই, এবং সর্বোচ্চটা দিতে চাই মাঠে।

কোচের বার্তা কী- এই প্রশ্নে আফিদা বলেন, আমরা এখন কোচের নির্দেশনা মেনে অনুশীলন করছি। মাঠে নামলেই বাকিটা বুঝতে পারবেন সবাই।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/এসএ/আইএইচআর/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল