
দেশের নারী ফুটবলে সাফল্যের জোয়ার বইছে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুইবার সাফের শিরোপা উঁচিয়ে ধরেছে নারী ফুটবলাররা। জাতীয় দলেরও চলছে সুসময়। বাছাইপর্বে দুর্দান্ত খেলার পর প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা-আফঈদারা।
জাতীয় দলের পথ ধরে অনূর্ধ্ব-২০ নারী দলও এবার ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। দক্ষিণ এশিয়ার মুকুট পরার পর বাংলাদেশের সামনে এখন উঁকি দিচ্ছে এশিয়ার সেরা হওয়ার সুযোগ। এশিয়ার সেরার মঞ্চে জায়গা করে নিতে বাংলাদেশকে পাড়ি দিতে বাছাইপর্বের বাধা। আগামী ৬ আগস্ট থেকে লাওসে শুরু হচ্ছে অনূর্ধ্ব- ২০ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। ইতোমধ্যে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফ চ্যাম্পিয়নশিপের মতো এখানেও নেতৃত্বে থাকছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩২টি দল। প্রতিটি গ্রুপে আছে ৪টি করে দল। টুর্নামেন্টের ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুর লেস্তে। বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, তিন ম্যাচ শেষ প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল ও চার সেরা রানার্সআপ দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন:
» নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাফুফে
» ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে বসতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্ব। টুর্নামেন্টের আয়োজক দেশ হওয়ায় সরাসরি খেলার সুযোগ পাবে থাইল্যান্ড। বাছাইপর্বে মাধ্যমে যোগ দেবে আরও ১১টি দল। আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
একদিন পরে ৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে আফঈদাদের প্রতিপক্ষ তিমুর লেস্তে। এ ম্যাচটিও হবে লাও ন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে কোচ পিটার বাটলারের দল। তবে ১০ আগস্ট গ্রুপপর্বে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাও ন্যাশনাল স্টেডিয়ামে এ ম্যাচটিও মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
একনজরে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের যত খেলা
তারিখ | ম্যাচ | প্রতিযোগিতা |
৬ আগস্ট | বাংলাদেশ-লাওস | বাছাইপর্ব |
৮ আগস্ট | বাংলাদেশ-তিমুর লেস্তে | বাছাইপর্ব |
১০ আগস্ট | বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া | বাছাইপর্ব |
আরও পড়ুন:
» ২০২৫ সালের আগস্টে মেসিদের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি
»২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি
এশিয়ান কাপে জাতীয় দলের অভিযান শুরু হবে আগামী বছর। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে নারী এশিয়ান কাপ। ১২ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’ তে। যেখানে বাঘিনীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফলতম দুই দল চীন ও উত্তর কোরিয়াকে। এছাড়া আরেক প্রতিপক্ষ হিসেবে রয়েছে উজবেকিস্তান।
২০২৬ সালের ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই ভেন্যুতে ৬ মার্চ আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে ঋতুপর্ণা-মনিকা চাকমারা।
প্রথম দুটি ম্যাচ খেলার পর সিডনি থেকে পার্থ শহরে পাড়ি জমাবে বাংলাদেশের মেয়েরা। ৯ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল নিয়ে মোট ৬ দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। এছাড়া গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দলও কোয়ার্টারে খেলার টিকিট পাবে।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি
