Connect with us
ক্রিকেট

নেপালের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ

Bangladesh to play World Cup qualifiers in Nepal
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে আসন্ন এই টুর্নামেন্টের মূল পর্বে সরাসরি উঠতে পারেনি বাংলাদেশ। তাই বাছাইপর্ব খেলে মূল পর্বের টিকিট পেতে হবে টাইগ্রেসদের। আগামী বছরের শুরুতে নেপালের মাটিতে বাছাইপর্বের ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নেপালকে বাছাইপর্বের ভেন্যু হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাছাইপর্ব থেকে চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। বাছাইয়ে গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ ৩ দল নিয়ে মোট ৬ দল যাবে সুপার সিক্সে। এরপর ৬ দলের মধ্যে সেরা ৪ দল মূল পর্বে টিকিট পাবে।




আরও পড়ুন:

» ২০২৫ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস খালেদের

» ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পাওয়া হলো না বাংলাদেশের


বাছাইপর্বে লড়াইয়ের জন্য নিশ্চিত হয়েছে ৫টি দল। এগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল, যুক্তরাষ্ট্র। গত বিশ্বকাপে অংশ নেয়ার কারণে সরাসরি বাছাইপর্বে সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এশিয়া আঞ্চলিক পাথওয়ে পেরিয়ে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে নেপাল ও থাইল্যান্ড। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বাছাইপর্বে এখনো বাকি আছে পাঁচ দলের জায়গা। এর মধ্যে আফ্রিকা ও ইউরোপ থেকে দুটি করে দল আসবে। এছাড়া আরেকটি দল আসবে পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এরপর ১০ দলকে দুই গ্রুপে ভাগ করে মাঠে গড়াবে বাছাইপর্ব।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। গত আসরের থেকে ২ দল বেড়ে প্রথমবারের মতো ১২ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ৮ টি দল। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে ইংল্যান্ড। আর গত আসরের সেরা ৫ দলের মধ্যে থাকায় জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট