
হোক সেটা ক্লাব প্রীতি ম্যাচ- ক্রিস্টিয়ানো রোনালদোর যেন তাতে কিছু যায় আসে না! গোলের ক্ষুধা তার প্রতিদিনই নতুন করে জেগে ওঠে।
গত রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনায় ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে মাঠে নামে সৌদি ক্লাব আল নাসর। ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসর। তুলুজের ইয়ান বোহো করেন প্রথম গোল।
তবে রোনালদো মানেই প্রত্যাবর্তনের প্রতীক। ম্যাচের ৩৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দুর্দান্ত এক গোল করেন পর্তুগিজ মহাতারকা।
ওয়েসলির পাস পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে রোনালদোর সেই বুলেট শট- ছিল রীতিমতো চোখ ধাঁধানো!
গোল করার পর অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানান দেন রোনালদো। লেখেন- ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কাজ করার বাকি। আমরা কেবল শুরু করেছি।’
আরও পড়ুন:
»ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পাওয়া হলো না বাংলাদেশের
» নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাফুফে
দ্বিতীয় গোলও পেতে পারতেন রোনালদো। তবে জাতীয় দলের সতীর্থ হোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ার অভাবে তা হয়নি।
শেষ পর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটে মারানের হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।
আল নাসরের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। ১০ আগস্ট প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আলমেরিয়া। আর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আল ইত্তিহাদের।
রোনালদোর চোখ এখন আরও বড় লক্ষ্যে- প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলক! বয়স ৩৯ ছুঁই ছুঁই। ক্রিস্টিয়ানো রোনালদো– নামটাই সব প্রশ্নের উত্তর।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/এসএ/এনজি
