Connect with us
ক্রিকেট

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

ICC's updated rankings released
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

গত সপ্তাহে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল টাইগাররা। এর ফলে আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতির মুখ দেখেছিলেন অনেকে। তবে সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেননি কেউ, কিন্তু অবনতি হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের।

বুধবার (৩০ জুলাই) সাপ্তাহিক হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি-তাসকিন এবং ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরসহ বেশ কয়েকজনের অবনতি হয়েছে।

গত সপ্তাহের র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘ ৪ বছর পর শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে খেলেননি তিনি। আর তাতেই অবনতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে। ৩ ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে চলে গেছেন তিনি। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন কাটার মাস্টার।




আরও পড়ুন:

» তামিমের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল

» উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনালে ব্রাজিল


একধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদি। তবে রিশাদ হোসেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবারের তালিকায়ও ২০ নম্বরে আছেন এই লেগস্পিনার। এছাড়া তাসকিন একধাপ পিছিয়ে ২৮ নম্বরে, তানজিম সাকিব একধাপ পিছিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন। তবে হাসান মাহমুদ ও শরিফুলের অবস্থানে কোনো পরিবর্তন আসেন। এই দুই পেসার যথাক্রমে ৪০ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন।

এর আগের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তাওহিদ হৃদয়কে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে উঠে এসেছিলেন তানজিদ তামিম। তবে এবার ৫ ধাপ পিছিয়েছেন তিনি। ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার। এতে অপরিবর্তিত ৩৯ নম্বরে থাকা হৃদয় পুনরায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস একধাপ পিছিয়ে ৪৬ নম্বরে নেমে গেছে। এছাড়া আগেরবার বড় উন্নতি করা জাকের আলী ও পারভেজ হোসেন ইমন যথাক্রমে ৬ ও ৩ ধাপ করে পিছিয়ে ৫৯ ও ৬৬ নম্বরে অবস্থান করছেন। তবে নাজমুল হোসেন শান্তর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। লঙ্কান তারকা দাসুন শানাকার সঙ্গে যৌথভাবে ৭৩ নম্বরে অবস্থান করছেন সাবেক এই টাইগার কাপ্তান।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। অজি তারকা ট্রাভিস হেডকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। যদিও জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন মাস পাঁচেক আগে।

অবশ্য ট্রাভিস হেড চলতি বছর অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। গত বছরের সেপ্টেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন এই বিধ্বংসী ব্যাটার। আর এ কারণেই তার র‍্যাঙ্কিংয়ে কিছুটা অবনতি হয়েছে এবং এই সুযোগে শীর্ষে উঠে এসেছেন অভিষেক।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট