Connect with us
ক্রিকেট

তামিমের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল

তামিম ইকবাল। ছবি - সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে তামিম ইকবালের ফেরাকে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা গুঞ্জন।

জাতীয় দলের ফিজিক্যাল ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিমের মতে, এখনই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন তামিম।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডালিম বলেন, ‘তামিম চাইলে হালকা বিনোদনমূলক ম্যাচ খেলতে পারেন। তবে বিপিএল বা বড় ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে কিছুটা বিরত থাকাই তার জন্য ভালো হবে। অবশ্যই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত তার নিজেরই।’




আরও পড়ুন:

২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনালে ব্রাজিল


 

প্রসঙ্গত, গত ডিপিএল চলাকালীন বিকেএসপিতে ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেসময় মাঠেই তাকে তাৎক্ষণিক সিপিআর দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্রেইনার ডালিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, বিপিএলের মাধ্যমেই আবারো মাঠে ফেরার ইচ্ছে আছে তার।

ক্রিফোস্পোর্টস/৩০ জুলাই ২৫/ এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট