Connect with us
ফুটবল

২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

Bangladesh's match schedule in the 2026 Women's Asian Cup
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দুটি ভেন্যু- সিডনি ও পার্থে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে বাঘিনীরা। আগামী বছরের ১ মার্চ টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।   

এশিয়ান কাপ সামনে রেখে মঙ্গলবার (২৯ জুলাই) চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান। ড্র শেষে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে বাঘিনীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফলতম দুই দল চীন ও দক্ষিণ কোরিয়াকে। এছাড়া আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

এদের মধ্যে চীন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছে এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় সর্বোচ্চ ৩টি শিরোপা জিতেছে। এছাড়া আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।অভিজ্ঞতা এবং শক্তিমত্তার বিচারে সবগুলো দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাই আসন্ন এই টুর্নামেন্টে কঠিন পরীক্ষা দিতে হবে আফঈদা-ঋতুপর্ণাদের।

আরও পড়ুন:

» নারী এশিয়ান কাপ ২০২৬ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» এশিয়া কাপ ২০২৫ : একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি 

আগামী ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই ভেন্যুতে ৬ মার্চ আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাঘিনীরা।

প্রথম দুটি ম্যাচ খেলে পার্থ শহরে পাড়ি জমাবে বাংলাদেশের মেয়েরা। ৯ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল নিয়ে মোট ৬ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দলও তাদের সঙ্গে কোয়ার্টারে খেলার টিকিট পাবে। যদি বাংলাদেশ সেরা আট দলের মধ্যে থাকতে পারে, সেক্ষেত্রে সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।

২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ

গ্রুপ বি : বাংলাদেশ, চীন, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান

২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সূচি

 তারিখ   ম্যাচ   ভেন্যু 
 ৩ মার্চ  বাংলাদেশ বনাম চীন ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
 ৬ মার্চ  বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
 ৯ মার্চ  বাংলাদেশ বনাম উজবেকিস্তান পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়াম

উল্লেখ্য, গত জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বাছাইপর্বে শক্তিশালী মিয়ানমারসহ বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল