Connect with us
ফুটবল

ব্রাজিল যুব দলের সাবেক কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস

Sergio Farias
সার্জিও ফারিয়াস। ছবি- সংগৃহীত

টানা পাঁচ আসর বসুন্ধরা কিংসে প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকার পর গত বছর কিংস অধ্যায়ে ইতি টানেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। এরপর তার স্থলাভিষিক্ত হয়ে কিংসদের দায়িত্বে আসেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তবে এক আসর দায়িত্বে থাকার পর তার ওপর আস্থা হারায় ক্লাবটি। যে কারণে কোচ বদল করেছে টানা পাঁচ আসরের প্রিমিয়ার লিগ জয়ীরা।

বসুন্ধরা কিংসের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস। ব্রাজিল যুব দলের সাবেক এই কোচকে নিয়োগের বিষয়টিনিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

অভিজ্ঞতার বিচারে ফারিয়াসের সিভিটা বেশ ভারি। ১৯৯৩ সাল থেকে কোচিং পেশায় আছেন তিনি। ২০০১ সালে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলকে জিতিয়েছেন সাউথ অ্যামেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়া ব্রাজিল অনূর্ধ-২০ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন:

» ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ

» বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে লঙ্কান কোচ নিয়োগ দিল হংকং 

দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্বকালকে তার ক্যারিয়ারের সেরা সময় হিসেবে ধরা হয়। ২০০৯ সালে ফিফা ক্লাব বিশ্বকাপে তার অধীনে তৃতীয় স্থান অর্জন করেছিল পোহাং। এছাড়া ২০০৯ সালে এএফফি চ্যাম্পিয়ন্স লিগ, কোরিয়ান লিগ কাপসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিল ক্লাবটি।

এছাড়া সিরি আ জায়ান্ট জুভেন্টাসের যুব দল, ব্রাজিলের ঐতিহ্যবাহী সান্তোস এফসি অনূর্ধ্ব-২০ দল, কাতারের শীর্ষ ক্লাব উম সালাল এসসি, সৌদি ক্লাব আল আহলি, চিনের গুয়াংজু সিটি ফুটবল ক্লাবের মতো দলকে কোচিং করিয়েছেন। সবশেষ তিনি কুয়েতের ক্লাব কাজমা এসসির ডাগআউটে ছিলেন এই ৫৮ বছর বয়সী কোচ।

সব ঠিক থাকলে এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে কিংস অধ্যায় শুরু করবেন ফারিয়াস। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এশিয়ার তৃতীয় স্তরের এই মহাদেশীয় টুর্নামেন্টর টিপ্রাথমিক পর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল