
জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বাল্যবন্ধুকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে৷ গতকাল রাতে মিরপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে তার ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই খবর ভিত্তিহীন। আমার আরেক বন্ধুর সঙ্গে অন্য জনের ঝগড়া হয়েছিল। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে। কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়াই হয়নি।’
এছাড়া তাসকিনের দাবি, তাদের সঙ্গে এখন মেশেন না বলেই এমন অভিযোগ উঠেছে, এখন তো (ওদের সঙ্গে) মিশি না আমরা। আগে মিশতাম একটা সময়।’
আরও পড়ুন:
» পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ
» এশিয়া কাপে ভিন্ন ভূমিকায় আছেন সাকিব আল হাসান!
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটি ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছেন তাসকিন। এই পেসার মিঠুকে বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে আমি সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এরপর এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। যে কারণে অপর পক্ষ আমার ওপর ক্ষুব্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
এ ঘটনায় তদন্ত করবে বিসিবি। যদি ঘটনায় সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেবে বোর্ড।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৫/বিটি
