Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

সৌরভ গাঙ্গুলি। ছবি - সংগৃহীত

চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস কাপে পাকিস্তানের সাথে খেলেনি ভারত। তবে আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই দল। যদি সব ঠিক থাকে তাহলে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।

তবে পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিৎ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় নানান সমালোচনার মুখে পড়েছেন। তবে এতে কোন ভুল দেখছেন না সৌরভ। তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন।

আরও পড়ুন:

২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

২২ বছর পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকার পেহেলগামে হামলার নিন্দা করেছেন সৌরভ।

তিনি বলেন, ‘খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাও চলুক।’

সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এশিয়া কাপ হবে। ভারত আয়োজক দেশ হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।

ক্রিফোস্পোর্টস/২৮ জুলাই ২৫/ এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট