
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে স্পোর্টিং উইকেটে খেলে প্রস্তুতি নিতে হবে।
রোববার মিরপুরে ম্যাচ রেফারিদের একটি কর্মশালায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নান্নু বলেন, সেরা দল সব সময়ই খেলবে। বিশ্বকাপে যেতে হলে সেরা সমন্বয় নিয়েই যাওয়া উচিত। কোন কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা বুঝে পরিকল্পনা করতে হবে। বিশ্বকাপের আগে স্পোর্টিং বা ট্রু উইকেটে খেলে নিজেদের প্রস্তুত করা জরুরি।
আরও পড়ুন
» শুবমান গিলের একসঙ্গে ৫টি বড় বিশ্বরেকর্ড!
» যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে! (ভিডিও)
সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে অতিরিক্ত পরীক্ষানিরীক্ষায় সন্তুষ্ট নন নান্নু।
তার ভাষায়, যেকোনো সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়ায়। তবে শেষ ম্যাচে অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার মনে হয়েছে, ওই ম্যাচে তা না করলেও চলত। সিরিজটা ভালোভাবে শেষ করার সুযোগ ছিল। সামনে কিন্তু খুব বেশি সময় নেই- এশিয়া কাপ, বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এখন ২০ জনের একটা মূল দল গড়ে ফোকাস করা দরকার।
এছাড়া নান্নু জানিয়েছেন, ২০২৫ সালের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। গতবারের মতো এবার শুধু সিলেটে নয়, তিনটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৫/এসএ
