Connect with us
ক্রিকেট

শুবমান গিলের একসঙ্গে ৫টি বড় বিশ্বরেকর্ড!

Shubman Gill
শুবমান গিল। ছবি- সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু শতরান করেছেন শুবমান গিল। ২৩৮ ডেলিভারিতে ১২ চার মারা এই ইনিংসে ভারতের অধিনায়ক অপরাজিত থাকেন ১০৩ রানে। আর তাতে রেকর্ডবইয়ে যোগ হয় পাঁচটি নতুন পালক।

শুবমান গিলের ৫ নতুন রেকর্ড

এক সিরিজে ৭০০+ রান করা তৃতীয় ভারতীয়

সুনীল গাভাস্কার ও যশস্বী জয়সওয়ালের পর দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুবমান।


আরও পড়ুন

» বিপিএলের আগে আবারও মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি

» যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে! (ভিডিও)


ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে সর্বোচ্চ রানের ভারতীয়

২০২৪‑এর সিরিজে জয়সওয়ালের ৭১২ রান ছাড়িয়ে গেলেন গিল; এখন ইংল্যান্ডের বিপক্ষে কোনও টেস্ট সিরিজে ভারতের সর্বোচ্চ রান তার দখলে।

ওল্ড ট্র্যাফোর্ডে ৩৫ বছর পর ভারতীয় সেঞ্চুরি

১৯৯০‑এ শচীন টেন্ডুলকারের পর প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি করলেন তিনি।

এক টেস্ট সিরিজে ৪ সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক

ইতিহাসে এই কীর্তি আছে কেবল ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার ও এখন শুবমান গিলের নামে।

৭০০ রান করা প্রথম এশিয়ান

একই সঙ্গে ইংল্যান্ডে অনুষ্ঠিত কোনও সিরিজে ৭০০‑রানের প্রথম এশিয়ান ব্যাটারও তিনি।

ভারতের ইনিংসে এই শতরানেই মূল লড়াই গড়েন গিল; কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার পাশাপাশি নাম লেখান ইতিহাসের পাতায়ও।

ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৫/এসএ/

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট