Connect with us
ক্রিকেট

বিপিএলের আগে আবারও মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি

সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল। ছবি -সংগৃহীত

গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটে আয়োজিত সেই টুর্নামেন্টে দলগুলোর মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সফল সেই আয়োজনের পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের আসর। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোগ্রামস বিভাগের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি জানান, এবার বেশ পরিকল্পিতভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনটি ভেন্যু নির্ধারণের জন্য গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে এই তিন ভেন্যুতেই হবে এবারের আসর।

তিনি আরও জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

মেসিকে ছাড়া দিশেহারা মিয়ামি

২২ বছর পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা

যদিও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় আসরের খেলা।

গত বছরের মতো এবারও দেশের আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে হবে প্রতিযোগিতা। প্রথম আসরে এই টুর্নামেন্ট আইসিসি’র কাছ থেকে প্রথম শ্রেণির স্বীকৃতিও পায়। বিপিএলের আগে এই আসর ক্রিকেটারদের ফর্ম ও সামর্থ্য যাচাই করার একটি দারুণ মঞ্চ হয়ে উঠতে পারে।

ক্রিফোস্পোর্টস/২৭ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট