Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

Asia Cup 2025_ Full schedule at a glance
এশিয়া কাপ টুর্নামেন্টের ট্রফি। ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্টটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপের সবশেষ আসরে অংশ নিয়েছিল ৬টি দল। তবে এবারের আসরে ২ দল বেড়ে মোট ৮ দল অংশ নেবে। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপে ‘এ’ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এতে করে গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ ৪ দল পরের পর্বে অর্থাৎ সুপার ফোরে উঠবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে।

আরও পড়ুন:

» ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, সময়সূচি ঘোষণা

» এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা 

আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। পরবর্তীতে বাকি দলগুলোও নিজ নিজ ম্যাচে মাঠে নামবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই, যেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২০ তারিখ শুরু হবে সুপার ফোরের লড়াই। এই পর্বে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ, যা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শিরোপা ঘরে তুলবে জয়ী দল।

২০২৫ এশিয়া কাপের দুই গ্রুপ 

গ্রুপ এ : ভারত ,পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ বি : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

২০২৫ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি 

গ্রুপ পর্ব:

 তারিখ   ম্যাচ   সময় (বাংলাদেশ) 
 ৯ সেপ্টেম্বর  আফগানিস্তান বনাম হংকং  রাত ৮টা
 ১০ সেপ্টেম্বর  ভারত বনাম আরব আমিরাত  রাত ৮টা
 ১১ সেপ্টেম্বর  বাংলাদেশ বনাম হংকং  রাত ৮টা
 ১২ সেপ্টেম্বর  পাকিস্তান বনাম ওমান  রাত ৮টা
 ১৩ সেপ্টেম্বর  বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা  রাত ৮টা
 ১৪ সেপ্টেম্বর  ভারত বনাম পাকিস্তান  রাত ৮টা
 ১৫ সেপ্টেম্বর  আরব আমিরাত বনাম ওমান  বিকাল ৪ টা
 ১৫ সেপ্টেম্বর  শ্রীলঙ্কা বনাম হংকং  রাত ৮টা
 ১৬ সেপ্টেম্বর  বাংলাদেশ বনাম আফগানিস্তান  রাত ৮টা
 ১৭ সেপ্টেম্বর  পাকিস্তান বনাম আরব আমিরাত  রাত ৮টা
 ১৮ সেপ্টেম্বর  শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান  রাত ৮টা
 ১৯ সেপ্টেম্বর  ভারত বনাম ওমান  রাত ৮টা

সুপার ফোর ও ফাইনাল :

 তারিখ   ম্যাচ 
 ২০ সেপ্টেম্বর  বি-১ বনাম বি-২
 ২১ সেপ্টেম্বর  এ-১ বনাম এ-২
 ২৩ সেপ্টেম্বর  এ-২ বনাম বি-১
 ২৪ সেপ্টেম্বর  এ-১ বনাম বি-২
 ২৫ সেপ্টেম্বর  এ-২ বনাম বি-২
 ২৬ সেপ্টেম্বর  এ-২ বনাম বি-১
 ২৮ সেপ্টেম্বর   ফাইনাল  

প্রসঙ্গত, সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। সেই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা ঘরে তোলে ভারত।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট