Connect with us
ক্রিকেট

ভারত না আসায় বিকল্প সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের আগে লম্বা সময়ের ফাঁকে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক সিরিজ খেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ভারতের সঙ্গে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিকল্প সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।

শনিবার (২৬ জুলাই) বিসিবিতে শুরু হওয়া ম্যাচ রেফারিদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

ফাহিম বলেন, আমাদের ভারতের সঙ্গে সিরিজ হওয়ার কথা ছিল। ভারত না আসায় অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তাহলে সেরা জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে সিরিজ আয়োজন করব।




আরও পড়ুন:

»ম্যাচ রেফারির অভাব পূরণে পরিকল্পনা জানালেন বিসিবি সভাপতি

»দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য জয় বাংলাদেশের


অন্য কোনো দলের সঙ্গে সিরিজ না হলে জাতীয় দলের মূল খেলোয়াড়দের নিয়ে নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মানসম্পন্ন ম্যাচ রেফারির অভাবের অভিযোগ রয়েছে। সেই ঘাটতি পূরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু করেছে দুদিনব্যাপী কর্মশালা।

শনিবার (২৬ জুলাই) শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামীকাল (২৭ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের কর্মশালায় অংশ নিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকসহ ৩০ জনের বেশি সাবেক ক্রিকেটার। আজকের কর্মশালা পরিদর্শন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট