Connect with us
ক্রিকেট

ম্যাচ রেফারির অভাব পূরণে পরিকল্পনা জানালেন বিসিবি সভাপতি

কর্মশালায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি- ক্রিফো স্পোর্টস

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মানসম্পন্ন ম্যাচ রেফারির অভাবের অভিযোগ রয়েছে। সেই ঘাটতি পূরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু করেছে দুদিনব্যাপী কর্মশালা।

শনিবার (২৬ জুলাই) শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামীকাল (২৭ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের কর্মশালায় অংশ নিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকসহ ৩০ জনের বেশি সাবেক ক্রিকেটার। আজকের কর্মশালা পরিদর্শন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি বলেন, ঘরোয়া লিগগুলোতে ম্যাচ রিপোর্টের ঘাটতি ও আম্পায়ারিংয়ের মান নিয়ে দীর্ঘদিন অভিযোগ রয়েছে। আমাদের ম্যাচ অফিসিয়ালদের দক্ষতা বাড়াতে এবং আন্তর্জাতিক পর্যায়েও ভালো ইমেজ তৈরি করতে এই কর্মশালার আয়োজন করেছি। এর আগে শুধু আম্পায়ারদের নিয়ে কর্মশালা হয়েছিল, এবার করছি ম্যাচ রেফারিদের নিয়ে।

ছবি- ক্রিফো স্পোর্টস

 

বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে আসার নতুন নিয়ম

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, বয়সভিত্তিক দলগুলো থেকে জাতীয় দলে প্রবেশে কিছু প্যারামিটার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের বৈঠকে।


আরও পড়ুন:

»এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

»দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য জয় বাংলাদেশের


এশিয়া কাপের আগে সিরিজের সম্ভাবনা

এশিয়া কাপের আগে লম্বা সময়ের ফাঁকে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক সিরিজ খেলবে কিনা জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানান, আমাদের ভারতের সঙ্গে সিরিজ হওয়ার কথা ছিল। ভারত না আসায় অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তাহলে সেরা জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে সিরিজ আয়োজন করব।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট