
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৫ জন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। এবার একই ঘটনায় শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
গতকাল (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আরও পড়ুন:
»বাংলাদেশের শোকে সামিল হলো বার্সেলোনা, পাঠালো শোক বার্তা
»২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
ক্লাবটির পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’
এর আগে বার্সার পাঠানো বিবৃতিতে তারা জানায়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
ক্রিফোস্পোর্টস/২৬ জুলাই২৫/এমএ
