
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় বার বার আলোচনায় আসছেন। সিরি-আ লিগে এক ম্যাচে ইন্টারন্যাসিওনালের কাছে ২-১ গোলে পরাজিত হয় সান্তোস। ওই ম্যাচ শেষে এক সমর্থকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান নেইমার। পরবর্তীতে বিষয়টি আইনি মোড়ও নেয়।
দর্শকদের সাথে খেলোয়াড়দের এমন ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার সব সীমা পার করেছেন এক ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো চিয়াঙ্কা।
আজ দিবাগত রাতে স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে সান্তোস। এই ম্যাচেই নেইমারকে রাগাতে তার সাবেক বান্ধবী ব্রুনা মারকুজাইনের ছবি দিয়ে মুখোশ বানাচ্ছেন ওই ইনফ্লুয়েন্সার। যা ইতোমধ্যে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশও করেছেন তিনি।
আরও পড়ুন:
এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো বলছে, পেদ্রো শুধু নিজের জন্য মুখোশ বানিয়ে থেমে থাকেননি। বরং অন্যদের মাঝেও তা বিতরণের পরিকল্পনা করছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা কিছু লেখার জন্য প্রিন্টার্সের সঙ্গে যোগাযোগ করছি। এজন্য স্পন্সর খুঁজছে ভক্তরা।’
পেদ্রো তার পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এমন ধারণার লক্ষ্য যে কোনোভাবে নেইমারের মনোযোগ চ্যুতি ঘটানো ও অস্থিতিশীল করে তোলা। আমরা জানি তাদের খেলায় কঠিন সময় যাচ্ছে, এখন পর্যন্ত মাত্র ৪ পয়েন্ট তাদের। একইসঙ্গে আমাদের দলের (রেসিফে) জন্যও কিছুটা চাপ কমানোর চেষ্টা করছি। আমি একটি ভিডিও বানিয়ে শেয়ার করার পর অন্য ফুটবলভক্তরাও সেই ধারণা পছন্দ করেছে।’
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনেও নেইমার বরাবরই আলোচনার কেন্দ্রে ছিলেন। ব্রুনা মারকুজাইন ছিলেন তার দ্বিতীয় আলোচিত প্রেমিকা, যিনি একজন মডেল ও অভিনেত্রী। এর আগে ক্যারোলিনা দান্তাসের সঙ্গে তার সম্পর্ক ছিল, যার ঘরে জন্ম নেয় নেইমারের প্রথম সন্তান। বর্তমানে তিনি ব্রুনা বিয়ানকারির সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং সম্প্রতি তাদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়।
ক্রিফোস্পোর্টস/২৬ জুলাই ২৫/ এমএ
