Connect with us
ফুটবল

২২ বছর পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা

Brazil and Argentia Football
গ্যালারিতে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের উল্লাস। ছবি- সংগৃহীত

সর্বশেষ ২০০৩ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নারীদের কোপা আমেরিকার দশম আসর চলছে ইকুয়েডরে। এই আসরের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ আরও দুই দলের। নিজ নিজ ম্যাচে যদি এই দুই দল জিততে পারে তবে আবারও ফাইনালে মুখোমুখি হবে দুটি দল।

ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকাতে জয়ের ধারা বজায় রেখেছে প্রমীলা সেলেসাওরা। একই সাথে দাপটের সাথে খেলছে মেসির দেশের প্রমীলারা। গ্রুপপর্বে ব্রাজিল চার ম্যাচের মধ্যে একটিতে ড্র করলেও বাকি তিনটা জিতেছে। অন্যদিকে চার ম্যাচের সবগুলো জিতেছে আর্জেন্টিনা।

‘এ’ গ্রুপ থেকে সবগুলো ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে।


আরও পড়ুন

» না জিতেও গ্রুপসেরা ব্রাজিল, সেমিফাইনালে প্রতিপক্ষ উরুগুয়ে

» জাভি ভারতের কোচ হতে চান—এ দাবি ভিত্তিহীন : স্প্যানিশ গণমাধ্যম


গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে মিশন করেছিল। এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা। চার ম্যাচে ৬ গোল দিয়ে একটি গোল হজম করেছে আলবাসিলেস্তার প্রমীলারা।

অন্যদিকে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জিততে না পারলেও তিন জয় ও এক ড্রতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে পা রেখেছে। শনিবার (২৬ জুলাই) কলম্বিয়া নারী দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

এর আগে ‘বি’ গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়ালে ২-০ গোলে হারিয়ে শুরু। এরপর বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। গ্রুপপর্বের ৪ ম্যাচে মোট ১২টি গোল দিয়ে ব্রাজিল হজম করেছে মাত্র একটি।

২৯ জুলাই প্রথম সেমিতে ভোর ছয়টায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। আর পরেরদিন ৩০ জুলাই একই সময় দ্বিতীয় সেমিতে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। সেমিফাইনালের দুটি ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা যদি জয়লাভ করে তবে আগামী ৩ আগস্ট ভোরে ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দী।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল