
বিশ্ব ফুটবলে ব্রাজিলের রয়েছে সোনালী ইতিহাস। পুরুষ দলের পাশাপাশি নারী দলও বেশ দাপটের সাথেই মাঠে রাজত্ব করে। ইকুয়েডরে মাটিতে চলমান নারী কোপা আমেরিকাতেও সেই ধারা বজায় রেখেছে প্রমীলা সেলেসাওরা।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জিততে না পারলেও তিন জয় ও এক ড্রতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে পা রেখেছে। শনিবার (২৬ জুলাই) কলম্বিয়া নারী দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।
এর আগে ‘বি’ গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়ালে ২-০ গোলে হারিয়ে শুরু। এরপর বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এই গ্রুপ থেকে সেমিতে উঠেছে কলম্বিয়া।
আরও পড়ুন
» জাভি ভারতের কোচ হতে চান—এ দাবি ভিত্তিহীন : স্প্যানিশ গণমাধ্যম
» আফ্রিদি ফিরলেন টি-টোয়েন্টিতে, সুযোগ পেলেন না রিজওয়ান-বাবর
আজ ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে একটি লাল কার্ড দেখলেও গোল দিতে পারেনি ব্রাজিল। যদিও নিজেদের জালও অক্ষত রেখেছিল। গ্রুপপর্বের ৪ ম্যাচে মোট ১২টি গোল দিয়ে হজম করেছে মাত্র একটি।
এর আগে ‘এ’ গ্রুপ থেকে সবগুলো ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে।
দশ দলের এই টুর্নামেন্টে চার দল খেলবে সেমিফাইনাল। ২৯ জুলাই প্রথম সেমিতে ভোর ছয়টায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। আর পরেরদিন ৩০ জুলাই একই সময় দ্বিতীয় সেমিতে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।
সেমিফাইনালের দুটি ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা যদি জয়লাভ করে তবে আগামী ৩ আগস্ট ভোরে ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দী।
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এজে/এনজি
