
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পৃথক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার দলে জায়গা করে নিয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। যিনি দুই সিরিজ পর ফিরেছেন টি-টোয়েন্টি দলে। তবে এবারও সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
তবে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রিজওয়ান। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রিজওয়ানের নেতৃত্ব নিয়ে গুঞ্জন থাকলেও তাকে রেখেই ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের দল। দলে যুক্ত হয়েছেন তরুণ মুখ হাসান নাওয়াজ, যিনি ওয়ানডে দলে প্রথমবার জায়গা পেয়েছেন।
আরও পড়ুন:
এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
অন্যদিকে টি-টোয়েন্টি দলে আফ্রিদির সঙ্গে ফিরে এসেছেন আরও দুই পেসার হারিস রউফ ও হাসান আলি।
পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে ১ আগস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৯ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ওয়ানডে স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ক্রিফোস্পোর্টস/২৬ জুলাই ২৫/ এমএ
