Connect with us
ফুটবল

জাভি ভারতের কোচ হতে চান—এ দাবি ভিত্তিহীন : স্প্যানিশ গণমাধ্যম

Indian Football and Xavi Hernandez
জাভি হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

ভারত জাতীয় দলের কোচ হতে চাওয়ার গুঞ্জন ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন জাভি হার্নান্দেজ-এ তথ্য জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট।

স্প্যানিশ এই কোচের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, জাভি এমন কোনো প্রস্তাব দেননি কিংবা আগ্রহও দেখাননি। বরং অভিযোগ, ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ইচ্ছাকৃতভাবে জাভির নাম ব্যবহার করেছে, যাতে হাই-প্রোফাইল কোচদের আকৃষ্ট করা যায়।

গত জুনে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর থেকেই বিভিন্ন গুজব ঘুরে বেড়াচ্ছিল, বিশেষ করে দাবি উঠেছিল- জাভি নাকি ভারত জাতীয় দল পরিচালনায় আগ্রহী। তবে জাভির ক্যাম্প এই দাবি নাকচ করে দিয়েছে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে।


আরও পড়ুন

» এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি

» অবশেষে মেসির মায়ামিতে ডি পল


তাদের মতে, এআইএফএফ স্বচ্ছতার অভাব দেখিয়েছে এবং কৌশল হিসেবে এমন গুজব ছড়িয়েছে, যা এখন সমালোচনার মুখে।

বিশ্বখ্যাত ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, জাভি ও তার প্রতিনিধি দল ভারত জাতীয় দলের নতুন কোচ হওয়ার বিষয়ে কোনো আলোচনা বা যোগাযোগের খবর অস্বীকার করেছেন।

এর আগে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, এআইএফএফের কাছে কোচ হওয়ার জন্য যে আবেদন এসেছে এরমধ্যে রয়েছেন স্পেনের কিংবদন্তি জাভি।

এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুভ্রতা পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। তবে তবে আবেদনটি শেষ পর্যন্ত বিবেচনায় আনা হয়নি শুধুমাত্র ব্যয়বহুল চুক্তির কারণে।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল