Connect with us
ফুটবল

এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি

jorge mas and messi
ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস ও লিও মেসি। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস) তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে লিগ কর্তৃপক্ষ। এমএলএস অল-স্টার গেমে অংশ না নেওয়ায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে- বলে এক বিবৃতিতে জানায় লিগ।

অল-স্টার স্কোয়াডে নির্বাচিত হয়ে খেলায় অনুপস্থিত থাকা মেসি ও আলবার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এমএলএসের নিয়ম অনুযায়ী, অজুহাতবিহীন অনুপস্থিতির ক্ষেত্রে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সেই নিয়ম অনুযায়ীই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।


আরও পড়ুন 

» ইংলিশ চ্যানেল পাড়ির অপেক্ষায় বাংলাদেশের দুই সাঁতারু

» গোলকিপিং কোচ তৈরির লক্ষ্য নিয়ে বাফুফের যে আয়োজন


মেসি ভীষণ হতাশ

শাস্তির পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে ইন্টার মায়ামির ভেতরেও। ক্লাবের সহ-মালিক হোর্হে মাস সরাসরি জানিয়ে দিয়েছেন, লিও মেসি ভীষণ হতাশ। আমি আশাবাদী, এর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, এই ঘটনার কারণে লিগ ও এর নিয়মকানুন সম্পর্কে মেসির দৃষ্টিভঙ্গিতে প্রভাব পড়বে, সন্দেহ নেই।

হোর্হে মাস আরও যোগ করেন, লিওনেল সবার থেকে আলাদা। সে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে চায়। সে খুব, খুবই হতাশ হয়েছে। তবে আমাদের সবাইকে একটি সত্তায় ঐক্যবদ্ধ হতে হবে। পুরো দুনিয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আর সেটা বছরের বাকি অংশের পারফরম্যান্সেই প্রতিফলিত হওয়া উচিত।

লিগ বনাম সুপারস্টার?

মেসির মতো একজন তারকা খেলোয়াড়ের সঙ্গে এমন ঘটনা এমএলএসের জন্যও অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষ করে যিনি গত বছর যুক্তরাষ্ট্রে আসার পর থেকে লিগের জনপ্রিয়তা, টিকিট বিক্রি ও সম্প্রচারস্বত্বে আমূল পরিবর্তন এনেছেন- তার ওপর এমন কঠোর সিদ্ধান্ত লিগের ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলতে পারে।

মেসি ও আলবা বর্তমানে ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন। বার্সেলোনার সোনালী অধ্যায় পেরিয়ে দুজনই এখন ক্যারিয়ারের নতুন পর্বে, কিন্তু এমন নিষেধাজ্ঞা ও বিতর্ক সেই যাত্রাপথকে কিছুটা হলেও ধাক্কা দিচ্ছে।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল